book excerptise:   a book unexamined is wasting trees

e sab-I rAter chihNa এ সবই রাতের চিহ্ণ

mandAkrAntA sen

sen, mandAkrAntA [মন্দাক্রান্তা সেন];

e sab-I rAter chihNa এ সবই রাতের চিহ্ণ ("these marks of night")

saptarShi prakAshan 2002 / 2004

topics: |  poetry | bengali | gender | women

শর্ত (sharta) 36


	এস, তবে অন্ধ করে দাও!

	তোমাকে দেখেছি তাই বেড়ে গেছে আমার অসুখ
	বেড়ে গেছে উন্মাদনা, অপরাধপ্রবণতা, নেশা...
	নিজেকে ঠেকাতে চেয়ে হাত দিয়ে বেঁধে রাখছি হাত
	ঠোঁট দিয়ে ঠোঁট চাপছি, তবু দৃষ্টি ফেরাতে পারছি না
	তোমাকেই দেখছি আর নখ বিঁধছি নিজের মুঠিতে
	মুঠি থেকে রক্ত ঝরছে, রক্ত নয়, আকাঙ্ক্ষার স্রোত
	নিম্নগামী ... নিম্নগামী ... বাঁধ তাকে ঠেকাতে পারছে না
	উপচে যাচ্ছে আহ্ আমি স্বভাবত যন্ত্রণাপ্রবণ
	শাস্তি পেতে ভালোবাসি, আমার দু’চোখে  প্রিয় পাপ
	শরীর মরিয়া, হিংস্র, সামাজিক মুদ্রাদোষহীন --
	এখনই পালাও, নয়তো কাছে এস, পরিত্রাণ করো
	একটিবার স্পর্শ করে, স্পর্শ করতে দিয়ে ... ফিরে যাও ...

	আমি শান্ত হয়ে যাব, সত্যি বলছি, ফেরার সময়
	পূনর্বার আকাঙ্ক্ষায় ঝলসে ওঠা এই ধৃষ্ট চোখ

	যদি অন্ধ করে দিয়ে যাও ...

অনুষঙ্গ (anuShaMga) 14


	আজ মনে হলো আমি বহুদিন বিকেলকে দেখিনি
	কী জানি কেমন আছে তার সেই পুরনো অসুখ
	আজও কি সে চারপাশে অযত্নে ছড়িয়ে রাখে রোদ
	এক আকাশ মেঘ লিখে পরক্ষণে ছিঁড়ে ফেলে দেয়?

	অথবা সে বদলে গেছে। হতে পারে সে এখন একা
	আমি তো দুপুর থেকে ঝাঁপ দিয়ে আঁধারে নেমেছি
	আর সে কি হেলে আসা ছায়া নিয়ে দূরে সরে গেছে?
	সে কথাটি জানব বলে টোকা মেরেছি পশ্চিম আকাশে

	দরজাটা ভেজানো ছিল। খুলে গেল আলতো ধাক্কা দিতে
	ঘরে ঢুকে দেখি -- এ কী ! চতুর্দিকে রাশিরাশি মেঘ
	আলো ভারি কম, আর সে আলোতে লেখা পড়বে বলে
	বিকেলের চোখে চশমা,

	অন্য সব কিছু ... একই আছে ...

other poems suicide point 46; e sab-i rAter chiHNa ; manic depressive psychosis 30


amitabha mukerjee (mukerjee [at-symbol] gmail) 2012 Apr 27