biblio-excerptise:   a book unexamined is not worth having

e shataker bAMlA kabitA

mrityuNjay sen (ed.)

sen, mrityuNjay (ed.);

e shataker bAMlA kabitA ("this centuries bengali poetry)

de's publishing, kolkata 1996

ISBN 8171626764

topics: |  poetry | bengali | anthology


Most of the poems in this anthology fail to move, but the editor has
carefully collated all the dates for his authors.

এখনও অজস্র বাকি ব্রত চক্রবর্তী 300

	       (b. 26 oct 1955)
	কয়েকটি শব্দ আমি শিকার করেছি;
	এখনও অজস্র বাকি
	থাকি, সকলের পাশাপাশি থাকি।
	কাউকে তীব্র কিছু বলা বাকি,
	কাউকে গভীর নির্জন কিছু
	কারও পিছু ধাওয়া করি ব্যাধ,
	কারও কাছে বৃষ্টি হয়ে ঝরি।
	যেন, তারপর মরি।
	কেন যে বকুল অল্প চাঁদে
	চাঁপার নিকট গিয়ে
	আলুথালু সুগন্ধ ব্যাকুল কাঁদে,
	এই বিহ্বলতা এখনও শিকার করা বাকি।
	রাস্তা আছে, রাস্তা গেছে
	অনন্তের দিকে।
	মানুষ কতটা মানুষের হাত ধরে,
	কোথায় পারে না আর, দেখি তাই।
	মাঝে মাঝে বন্দুক নামাই,
	তাঁবুর ভেতরে গিয়ে দেখি
	পিঠে বোঝা নিয়ে সোনাঝুরি আমার অতীত।
	শীত করে, আমার পুরনো অর্জন
	আঁকড়ে আগলে বলি, তস্য গলির সেই
	রোগা গ্রাম্য চালফুটো ঘরের ছেলে আমি,
	আমাকে ভোলোনি তো?

hneTe JAba - JAhAMgIr firoJ b. 6 apr 1954 292


amitabha mukerjee (mukerjee [at] gmail.com) 17 Feb 2009